ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাতিঘরে সমরেশ মজুমদার’র ‘অনুপ্রবেশ’

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
বাতিঘরে সমরেশ মজুমদার’র ‘অনুপ্রবেশ’

চট্টগ্রাম:গ্রন্থবিপনী বাতিঘরে এসেছে বিখ্যাত ভারতীয় ঔপন্যাসিক সমরেশ মজুমদারের নতুন উপন্যাস ‘অনুপ্রবেশ’।

উপন্যাসের কাহিনী এগিয়েছে বি.এ.পাশ বেকার যুবক রবীন্দ্রনাথের জীবনের নানা চড়াই-উতরাই নিয়ে।

রবির বাবা চাইছেন ছেলে ভারতে গিয়ে নিজ পায়ে দাঁড়াক। কিন্তু জন্মভূমি ছাড়তে মন চায় না রবীন্দ্রনাথের।
একসময় বন্ধুর বাবার সাহায্যে চাকরি হয় গেস্ট হাউজে।

চাকরিস্থলে দুটি খুনের ঘটনায় ফেঁসে যায় রবি। পুলিশের ভয়ে আত্মগোপন করে সীমান্ত পাড়ি দেয় সে। নিয়তির নির্মম পরিহাসে পুলিশ এখানেও তার পিছু নেয়। সেই বিপদ থেকে রক্ষা করে তার এক দূর সম্পর্কের আত্মীয়া। তার সাথে কলকাতা গিয়ে ব্যবসা শিখে সচ্ছলতার মুখ দেখে রবি।

ঘটনার ধারাবাহিকতায় রবির সাথে দেখা করতে আসে মা-বাবা-বোন। বাবার কাছ থেকে বিপ্রদাসের চিঠি পেয়ে অনিচ্ছাসত্ত্বে যোগাযোগ করে তার সাথে। এ সময় ঘটনার মোড় ঘুরে যায়। বিপ্রদাসের কথা মতো আমেরিকান দূতাবাসে আবেদন করে ধরা পড়ে যায় সে।

তারপরের কাহিনী জানতে হলে পড়তে হবে ‘অনুপ্রবেশ’। বাতিঘরে ১৯২ টাকায় পাওয়া যাচ্ছে আনকোরা নতুন এ উপন্যাসটি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।