ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি শিক্ষক সত্যজিৎ কুমার ভদ্রের পরলোক গমন

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
চবি শিক্ষক সত্যজিৎ কুমার ভদ্রের পরলোক গমন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক সত্যজিৎ কুমার ভদ্র মারা গেছেন।   সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াতের স্ত্রী সংস্কৃত বিভাগের সভাপতি অধ্যাপক শান্তি রাণী হালদার বাংলানিউজকে বলেন, অধ্যাপক সত্যজিৎ কুমার ভদ্র দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।
সোমবার সকালে অসুস্থ অনুভব করলে নগরীর একটি বেসরকারী মেডিকেলে তাকে ভর্তি করানো হয়।   সেখানে বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

একমাত্র মেয়ে কানাডা থেকে দেশে ফিরলে প্রয়াতের সৎকার করা হবে বলে জানান শান্তি রাণী হালদার।  

অধ্যাপক সত্যজ্যিৎ ভদ্রের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ও উপ-উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী শোক প্রকাশ করেছেন।

১৯৭৪ সালে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে শিক্ষকতায় যোগদান করেন সত্যজ্যিৎ ভদ্র।   ২০১০ সালে তিনি দূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হন।

বাংলাদেশ সময় : ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।