ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চার মাদক বিক্রেতা দণ্ডিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, ডিসেম্বর ২৭, ২০১৪
চট্টগ্রামে চার মাদক বিক্রেতা দণ্ডিত ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানা এলাকায় গ্রেপ্তার এক নারীসহ চার মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসাইন তাদের এ দণ্ড দেন।



দণ্ডপ্রাপ্তরা হল, মাদক সম্রাজ্ঞী আফরোজা, মাদক সম্রাট ইরণ প্রকাশ কানাইয়া, লিটন ও আজমত।

এদের মধ্যে ইরণকে চার মাস, আফরোজা ও লিটনকে তিন মাস এবং  আজমতকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।


ইপিজেড থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার হওয়া চারজন এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তারা সিমেন্ট ক্রসিং, বড় বাড়ির গলি ও রাণী ভবানীর গলিকে চিহ্নিত মাদক আস্তানা বানিয়ে রেখেছিল। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্ত্বি ফিরেছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।