ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউ’তে ক্ষুদ্র উদ্যোক্তা মেলা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, ডিসেম্বর ২৭, ২০১৪
ইডিইউ’তে ক্ষুদ্র উদ্যোক্তা মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপী ‘ক্ষুদ্র উদ্যোক্তা মেলা’।  

নগরীর প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে এই মেলার আয়োজন করা হয়।

  এতে শিক্ষার্থীদের তৈরি নানান হস্তশিল্পের পাশাপাশি ঘরে তৈরি বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও প্রদর্শিত হয়।

স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রভাষক শেহেরীন আহমেদ বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণা দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
  কর্মজীবনে শিক্ষার্থীরা কিভাবে একজন সফল ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা হতে পারবে সে বিষয়ে ধারণা দিতে এ ধরনের আয়োজন হয়েছে।

মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন সামগ্রী ঘুরে দেখেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান।   মোট ৯টি স্টল প্রদর্শিত হয় মেলায়।   বাড়ীতে তৈরি বিভিন্ন রকমের খাতা, মলাট বাঁধা ডায়েরী, কলম রাখার বাক্স, দেয়াল ঘড়ি, গ্লাস পেইন্টিং, টি-শার্ট বুটিক সামগ্রী, সুস্বাদু খাবারসহ নানান আইটেম মেলে ধরেন শিক্ষার্থীরা।

ইমতিয়াজ ফয়সাল নামের এক শিক্ষার্থী বলেন, এ ধরনের মেলা আমাদেরকে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে অনেক বেশি উৎসাহিত করবে।   কোন পণ্য উৎপাদনের পর কিভাবে তা সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় সে কৌশলটা আমরা রপ্ত করতে পেরেছি।

আরেক শিক্ষার্থী তাবাসুম মেলায় স্টল দেওয়ার ব্যাপারে বলেন, ইচ্ছে আছে চাকরিতে নয়, নিজেই একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়ে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করবো।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।