ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কোস্টগার্ডকে আরও ৮টি শার্ক বোট দিল যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
কোস্টগার্ডকে আরও ৮টি শার্ক বোট দিল যুক্তরাষ্ট্র ছবি: (ফাইল ফটো)

চট্টগ্রাম: বাংলাদেশের সমুদ্রসীমাকে নিরাপদ রাখতে দ্রুত গতিসম্পন্ন আরও ৮টি মেটাল শার্ক বোট দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৬টি মেটাল শার্ক বোট ও ৩টি অ্যাম্বুলেন্স বোট দিয়েছিল।



সোমবার চট্টগ্রামে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বোটগুলো হস্তান্তর করা হয়।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি মেজর জোসুয়া ডি মেডলিংজার কোস্টগার্ডের পূর্ব জোনের ক্যাপ্টেম এম শহীদুল ইসলামের কাছে বোটগুলে‍া হস্তান্তর করেন।


মেটাল বোটগুলো ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে চলাচল করতে পারে। এসব বোটের মাধ্যমে ৭৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দেশিয় সমুদ্রসীমা আরও নিরাপদ করা সম্ভব হবে জানিয়েছে কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।