ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৬টি অবৈধ বিলবোর্ড অপসারণ, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
চট্টগ্রামে ৬টি অবৈধ বিলবোর্ড অপসারণ, জরিমানা ছবি: (ফাইল ফটো)

চট্টগ্রাম: সিটি কর্পোরেশন ও নগর পুলিশের যৌথ অভিযানে ৬টি অবৈধ বিলবোর্ড অপসারণ ও পাঁচটি বিজ্ঞাপনী সংস্থাকে জরিমানা করা হয়েছে।

সোমবার নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় থেকে কর্নেলহাট পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

  আদালত পরিচালনা করেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

আদালত সূত্র জানায়, ভ্রাম্যমান আদালত অবৈধভাবে বিলবোর্ড স্থাপনের দায়ে ভেগাস অ্যাডের দুটি বিলবোর্ড অপসারণ ও ২০ হাজার টাকা জরিমানা, অ্যাড লিংকের একটি বিলবোর্ড অপসারণ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ক্রিয়েটিভ অ্যাড, সফি অ্যাড ও কুদ্দুস অ্যাডের একটি করে বিলবোর্ড অপসারণ করা হয়েছে এবং  প্রত্যেকটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।