ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী দূষণ: চার ডাইং কারখানাকে ৮১লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
কর্ণফুলী দূষণ: চার ডাইং কারখানাকে ৮১লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: তরল বর্জ্য পরিশোধনাগার(ইটিপি) বন্ধ রেখে অপরিশোধিত বর্জ্য কর্ণফুলী নদীতে ফেলে পরিবেশ দূষণের দায়ে চারটি ডাইং কারখানাকে ৮১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।   

রোববার পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।



পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ নভেম্বর চট্টগ্রামের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে কর্ণফুলী নদী দূষণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়।
রোববার পরিবেশ অধিদপ্তরের সদর কার্যালয়ে শুনানি শেষে সিইপিজেড এলাকার ডেনিম প্লাস (বিডি) লিমিটেডকে ৩৬ লাখ টাকা,  একই এলাকার মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডকে ২৪ লাখ টাকা, সাগরিকা রোডের জিন্স এক্সপ্রেস লিমিটেডকে ১১ লাখ টাকা এবং পাহাড়তলী এলাকার ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫‍ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।