ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৮০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে চসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
৮০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে চসিক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের ৪৪ তম বিজয় দিবসে ৮০জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার সন্ধ্যায় নগরীর গোসাইলডাঙ্গা ওয়ার্ডের বারিক মিয়া স্কুল মাঠে সুধী সমাবেশে এ তথ্য জানান সিটি মেয়র এম মনজুর আলম।



তিনি বলেন,‘নগরীর আরেফিন নগরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য মনোরম ও ধর্মীয় পরিবেশে পৃথক কবরস্থান করা হয়েছে। ১৯৭১ সালের বীর শহীদদের বধ্যভূমি সংরক্ষণ, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদদের নামে রাস্তার নামকরণ কর্মসূচি কর্পোরেশনের নিয়মিত কাজের অংশ।


এম মনজুর আলম বলেন,‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের গৃহকর মওকুফসহ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে প্রতীকী গৃহকর নির্ধারণ করা হয়েছে। কর্পোরেশনে মুক্তিযোদ্ধাদের পোষ্য এবং প্রপৌত্রদের চাকুরির ব্যবস্থা করা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, স্বাধীনতা ও একুশে পদক প্রদান কর্মসূচি অব্যাহত আছে। ’

সিটি কর্পোরেশনের সার্বজনীন ও অসাম্প্রদায়িক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।

তিনি বলেন,‘৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে গত ৪ বছরে ৭১টি প্রকল্পে ১৪ কোটি ৪ লাখ ৬ হাজার টাকা ব্যয় করা হয়েছে। কে বি দোভাষ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণে ১ কোটি ৭৬ লাখ টাকা, সুপেয় পানির জন্য ৩টি ডিপটিউবওয়েল স্থাপনে ১৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অবশিষ্ট অর্থ ব্যয় করা হয়েছে। ’

সিটি মেয়র বলেন,‘দেশের হৃদপিন্ড চট্টগ্রাম বন্দর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে। দেশের ৯০ ভাগ আমদানি-রপ্তানি হয় এ বন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দর সিটি কর্পোরেশনকে বছরে প্রায় ৪০ কোটি টাকা গৃহকর দিয়ে উন্নয়ন কাজে সহযোগিতা করছে। ’’

গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস, আব্দুল হাকিম সওদাগর, শামসুল আলম, সুলতান আহমদ, হুমায়ন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবউদ্দিন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম।

সমাবেশে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ২২০৮ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।