ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে: পঙ্কজ শরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে: পঙ্কজ শরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ভারত সবসময় বাংলাদেশের উন্নতির জন্য পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।

তিনি বলেন, দুই দেশ এক হয়ে মানুষের শান্তি, প্রগতি ও উন্নতি নিয়ে কাজ করার মধ্য দিয়ে সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে হবে।

জনগণ ভালো খেতে চায়, স্কুলে যেতে চায়, তাদের অধিকার নিশ্চিতের মাধ্যমেই সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

সোমবার বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ায় বান্ধব পাঠাগারের নবনির্মিত সুবিমল দত্ত ভবনের উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।


বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রথম হাইকমিশনার সুবিমল দত্তের নামে এ ভবনের নাম করা হয়েছে।   তার জন্মস্থান এ কানুনগো পাড়া।

পঙ্কজ শরণ বলেন, সমাজের উন্নতির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি জরুরী। এ কানুনগো পাড়া বিপ্লবীদের পূণ্যভূমি। তাদের জীবনকে অনুসরণ করে ভালো কাজের মাধ্যমে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

“আজকে আমি অনেক খুশি। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক কিশোরী, তরুণীরা এসেছেন। এরাই বাংলাদেশের ভবিষ্যত। এরাই এ দেশকে গড়বে। ” বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদল, ভারতীয় হাইকমিশনের (কাউন্সিলার) তথ্য ও রাজনীতি সুজিত ঘোষ, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার সোমনাথ হালদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।