ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গোসাগরে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ২৬

সিনিয়র ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৪
বঙ্গোসাগরে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ ২৬ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম ৩০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে সিঙ্গাপুরগামী একটি  জাহাজের ধাক্কায় ২৯ জন মাঝিমল্লাসহ এসভি বন্ধন নামে একটি মাছ ধরা ট্রলারডু্বির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২৬ জন। বাকিদের দুইজনকে জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


খবর পেয়ে শু্ক্রবার সকাল থেকে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ ও কোস্টগার্ডের জাহাজ ‘তানভীর’ উদ্ধার অভিযান শুরু করেছে।  

ডুবে যাওয়া ট্রলারটি চট্টগ্রামের বেঙ্গল ফিশারিজ লিমিটেডের  মালিকানাধীন।

নৌবাহিনীর চট্টগ্রাম পূর্ব জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার ফজলুল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লে. কমান্ডার আশিকুর রহমান জানান, ঘটনাটি শোনার পর কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে নৌবাহিনীর সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।

এদিকে, গভীর সমুদ্রে এ ঘটনা সংঘটিত হওয়ায় সর্বশেষ অবস্থা জানতে উদ্ধার অভিযান পরিচালনাকারী জাহাজ বিএন সমুদ্র জয় ও তানভীর এর কোনো কর্মকর্তার সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্ট‍া, নভেম্বর ২৮, ২০১৪/আপডেট: ১১৩০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।