ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সোফার ভেতর ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
সোফার ভেতর ৩০ লাখ টাকার বিদেশি সিগারেট

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবার সোফার ভেতর থেকে ৫৬০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। যার বাজারমূল্য ৩০ লাখ টাকা।



গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দুবাই থেকে আনা তিন সেট সোফা কেটে বৃহস্পতিবার এসব সিগারেট উদ্ধার করা হয়। সোফাগুলো আমদানি করেছেন ফয়সাল আহমেদ।
 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দুবাই শারজাহ থেকে গত ২৩ নভেম্বর এয়ারএরাবিয়ার (জি-৯) কার্গো ফ্লাইটটি চট্টগ্রামে আসে।

সেখানে ফয়সাল নামে একজন আমদানিকারক তিন সেট সোফা নিয়ে আসেন। সোফার ভেতরে অবৈধভাবে বিদেশি সিগারেট আনা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সোফাগুলোতে তল্লাশি চালানো হয়। পরে সোফাগুলো কেটে ভেতর থেকে ৫৬০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।