ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজ ঘেরাও করে পুলিশের তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
চট্টগ্রাম কলেজ ঘেরাও করে পুলিশের তল্লাশি

চট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগ কর্মীসহ কয়েকজন সাধারণ শিক্ষার্থীকে শিবির নেতারা ধরে নিয়ে আটকে রাখার অভিযোগে কলেজে পুলিশের তল্লাশি অভিযান চলছে। বৃহস্পতিবার সাড়ে বারটায়  থেকে অভিযান শুরু করে পুলিশ।



কলেজ সূত্র জানায়, কলেজের ইতিহাস বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক সিদ্দীক উল্লাহকে সকাল সাড়ে ১১টায় বিভাগের কয়েকজন শিক্ষার্থী ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যায়।   এসময় কয়েকজন শিবির কর্মী তাদের ধরে হোস্টেলের ভেতর নিয়ে যায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজের সব গেট বন্ধ করে দিয়ে অভিযান শুরু করে।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারি কমিশনার আবদুর রউফ বাংলানিউজকে জানান, ‘কয়েকজন শিক্ষার্থীকে শিবির কর্মীরা আটকে রাখার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে শতাধিক পুলিশ ফোর্স নিয়ে আসি।   পুলিশের তল্লাশি অভিযান চলছে। ’

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি ও নগর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু মো. আরিফ বাংলানিউজকে জানান, আমাদের কয়েকজন কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের শিবির সভাপতি রোকন, সাংগঠনিক সম্পাদক তামিমের নেতৃত্বে শিবির কর্মীরা ধরে নিয়ে যায়। পরে তাদের হলের টর্চার সেলে মারধর করার পর দুপুর ১২টায় ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।