ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে অস্ত্র রাখার দায়ে একজনের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
চট্টগ্রামে অস্ত্র রাখার দায়ে একজনের কারাদণ্ড ছবি: প্রতীকী

চট্টগ্রাম: অবৈধ অস্ত্র হেফাজতে রাখার দায়ে মোহাম্মদ আলমগীর নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

বিশেষ জজ হিসেবে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.রেজাউল করিম এ রায় দিয়েছেন।



মোহাম্মদ আলমগীর পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড়ের মৃত আহমদ শরিফের ছেলে। বিচার চলাকালীন সময়ে জামিন পেয়ে আলমগীর পলাতক হন।


ট্রাইব্যুনালের বিশেষ পিপি জেসমিনা আক্তার বাংলানিউজকে বলেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় আলমগীরকে ১০ বছরের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। সেশন জজ হিসেবে বিচারক এ বিচার কার্যক্রম পরিচালনা করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১ জুন রাত ১টার দিকে আলমগীরের বাসা থেকে স্থানীয় লোকজন একটি দেশিয় আগ্নেয়স্ত্র উদ্ধার করে পটিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ ঘটনায় পরদিন মনিরুল ইসলাম নামে এলাকার এক লোক বাদি হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

ওই বছরের ১৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরের বছরের ৩১ জানুয়ারি আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক।

রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা ৫জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।