ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হেফাজতের হরতালের সিদ্ধান্ত হয়নি

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
হেফাজতের হরতালের সিদ্ধান্ত হয়নি

চট্টগ্রাম: সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে হেফাজতে ইসলামের ডাকা আগামী বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার ধর্মীয় উসকানির এক মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর পর হরতাল প্রত্যাহার করে সংগঠনটি।

হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় সংগঠনের শীর্ষ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হেফাজতের আমীর আল্লামা আহমদ শফীর প্রেস সচিব মুনির আহমেদ বাংলানিউজকে বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমীরের (আহমদ শফী) নির্দেশে বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
  তবে হজ্ব,তাবলীগ নিয়ে কটুক্তিকারী লতিফ সিদ্দিকীর বিচার না হওয়া পর্যন্ত হেফাজতে ইসলাম তার শান্তিপূর্ণ কর্মসূচী পালন করে যাবে।

এর আগে, বুধবারের (২৬ নভেম্বর) মধ্যে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের সময়সীমা বেঁধে দিয়ে হরতালের ডাক দেয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।