ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অনুমোদন ছাড়া পানি বাজারজাত, আরও এক কারখানা সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
অনুমোদন ছাড়া পানি বাজারজাত, আরও এক কারখানা সিলগালা ছবি : প্রতীকী

চট্টগ্রাম: বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পানি বাজারজাত করায় নগরীতে ব্লু  ড্রিংকিং ওয়াটার নামে আরও একটি কারখানা সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান এ জরিমানা করেন।



নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বাংলানিউজকে জানান, অভিযান চলাকালে প্রতিষ্ঠানটি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।   নগরীর কদমতলী এলাকায় স্থাপিত অনুমোদনহীন কারখানাটিতে কোন কেমিস্ট নিয়োগ করা হয়নি।
  কোন ধরণের মান নিয়ন্ত্রণ ছাড়াই তারা পানি বাজারজাত করে আসছিল।

এসব অপরাধে কারখানাটিকে সিলগালা ও জরিমানা করা হয়েছে।

রাকিব হাসান বলেন, মানুষের জীবন রক্ষার পানি নিয়ে এ ধরণের ব্যবসা দুঃখজনক। অনুমোদনহীন পানি কারখানাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সকালে একই আদালত নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় দু’টি পানি বিশুদ্ধকরণ কারখানা সিলগালা করে একটিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক কর্মচারীকে তিন মাসের কারাদণ্ড দেয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

** দুই পানি বিশুদ্ধকরণ কারখানা সিলগালা, একজনের জেল





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।