ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ২

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।   এ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত দফায় দফায় এ ঘটনা ঘটে।


বগিভিত্তিক সংগঠন ভিএক্স নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী এবং  সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিনের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো নিয়ে ভিএক্সের কর্মী চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনোয়ার ও সিক্সটি নাইনের কর্মী আন্তজার্তিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হানের মধ্যে বাকবিতন্ডা হয়।

বাকবিতন্ডার একপর্যায়ে রায়হান আনোয়ারকে থাপ্পড় দেয়।

এ ঘটনায় দুই গ্রুপের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলে ভিএক্স কর্মীরা বিশ্ববিদ্যালয় শাহজালাল হল এবং সিক্সটি নাইনের কর্মীরা শাহ আমানত হলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়।   একপর্যায়ে উভয় গ্রুপ ধাওয়া-পাল্টা ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ মো.ইসমাইল বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে।

চলমান উত্তেজনা নিরসনে উভয় গ্রুপের সিনিয়র নেতাদের নিয়ে সন্ধ্যায় একটি সমঝোতা বৈঠক হবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু বাংলানিউজকে জানান, জুনিয়রদের মধ্যে ভুলবোঝাবুঝি হয়েছে।   আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এদিকে, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। শাহ জালাল ও শাহ আমানত হলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

বিকেল পাঁচটা পর্যন্ত ভিএক্স কর্মীদের শাহজালাল হলের তৃতীয় তলায় এবং সিক্সটি নাইন কর্মীরা দ্বিতীয় তলায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।