ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই পানি বিশুদ্ধকরণ কারখানা সিলগালা, একজনের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
দুই পানি বিশুদ্ধকরণ কারখানা সিলগালা, একজনের জেল ছবি : প্রতীকী

চট্টগ্রাম: নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ পানি বিশুদ্ধকরণ কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একইসঙ্গে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা ও একজনকে তিনমাসের কারাদণ্ড দেয়া হয়েছে।



মঙ্গলবার বিএসটিআইয়ের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।

প্রতিষ্ঠান দু’টি হলো ‘শাহ আমানত ড্রিংকিং ওয়াটার’ ও ‘রংধনু’।
  এর মধ্যে শাহ আমানত ড্রিংকিং ওয়াটারটি দৈনিক ১০ হাজার লিটার পানি উৎপাদন করে আসছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান জানান, দু’টি প্রতিষ্ঠানের কোনটিরই বিএসটিই এর সনদ নেই।   এর মধ্যে শাহ আমানত ড্রিংকিং ওয়াটারটি নিজেদের নামে ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠিত পানি বিশুদ্ধকরণ প্রতিষ্ঠানের নামে স্টিকার লাগিয়ে বোতলজাত পানি বাজারজাত করে।

দু’টি প্রতিষ্ঠানই বিএসটিই এর মানচিহ্ন নকল করে ব্যবহার করে আসছে জানিয়ে তিনি বলেন, শাহ আমানতকে সিলগার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং এর কর্মকর্তা রিপন হাসান (২৫) তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

১৯৮৫ সালের বিএসটিই অর্ডিন্যান্স এবং সংশোধিত আইন ২০০৩ অনুসারে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad