ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে দু শিবির কর্মীকে পেটাল ছাত্রলীগ

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
চবিতে দু শিবির কর্মীকে পেটাল ছাত্রলীগ

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই শিবির কর্মীকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে চবি ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন একাকারের কর্মীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

দু শিবির কর্মী হলেন ফলিত ও রসায়ন বিভাগের মো. সাব্বির ও গণিত বিভাগের মারজান। এরা দুজনই প্রথম বর্ষের শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহ আমানত হলের সিটের সাক্ষাৎকারে অংশ নিতে ওই দুজন শিবির কর্মী আজ মঙ্গলবার ক্যাম্পাসে আসে। এসময় একাকার কর্মীরা তাদের পিটিয়ে পুলিশে সোপর্দ করে।

চবি বিলুপ্ত কমিটির উপ দপ্তর সম্পাদক ও একাকার নেতা ইমাদ আহমেদ সাহেল বাংলানিউজকে জানান, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ওই দুজন শিবির কর্মী সাধারণ শিক্ষার্থীর বেশে হলে উঠতে চেয়েছিল। তাই আমাদের কর্মীরা তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

চবি পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মো. কামাল বাংলানিউজকে জানান, দুজন ‍শিবির কর্মীকে ছাত্রলীগ কর্মীরা পিটিয়েছে শুনে আমরা ঘটনাস্থলে যাই এবং তাদের উদ্ধার করে চবি মেডিকেল হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে সাব্বিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবির কর্মী সাব্বির চলতি বছরের সেপ্টেম্বর মাসে শিক্ষক বাসে হামলা মামলার অন্যতম আসামী। দু মাস ১৫ দিন জেলে থাকার পর গতকাল সোমবার সাব্বির জামিনে মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।