ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চৌমুহনীতে পাঁচ বিলবোর্ড উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
চৌমুহনীতে পাঁচ বিলবোর্ড উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। একই অভিযানে এছাড়াও ফুটপাত দখল করে গড়ে উঠা ১১টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।



সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন।


সিটি কর্পোরেশন সূত্র জানায়, অভিযানে পাঁচটি অবৈধ বিলবোর্ড অপসারণের পাশাপাশি তিনটি বিজ্ঞাপনী সংস্থাকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে স্কাই ভিশনকে পাঁচ হাজার, আরএসএসএফ অ্যাডকে ১৩ হাজার এবং ব্রাদার্স আর্টকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।