ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাতিঘরে আসছেন জিয়া হায়দার রহমান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
বাতিঘরে আসছেন জিয়া হায়দার রহমান জিয়া হায়দার রহমান

চট্টগ্রাম: বাংলাদেশি বংশোদ্ভুত কথাসাহিত্যিক জিয়া হায়দার রহমান ‘ইন দ্য লাইট অব ওয়াট রিডার্স থিংক : এন এনকাউন্টার উইথ জিয়া হায়দার রহমান’ শীর্ষক অনুষ্ঠানে পাঠকের মুখোমুখি হতে বাতিঘরে আসছেন।

আগামীকাল রোববার বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাব ভবনস্থ গ্রন্থবিপণি বাতিঘরে পাঠকের মুখোমুখি হবেন তিনি।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

চলতি বছরের জুন মাসে প্রকাশিত জিয়া হায়দার রহমানের প্রথম উপন্যাস ‘ইন দ্য লাইট হোয়াট উই’ বিশ্বজুড়ে সাড়া ফেলে।
নিউইয়র্ক টাইমস, দ্য নিউ ইয়র্কার বিশদ আলোচনা ছেপেছে বইটির।

সমালোচকদের মতে, তাঁর এ উপন্যাস একবিংশ শতাব্দীর প্রথম ক্লাসিক। জর্জ অরওয়েল ও ভি এস নাইপলের উত্তরসূরি হিসেবেও তাঁকে বিবেচনা করছেন অনেকেই।

জিয়া হায়দার রহমান বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ, অক্সফোর্ড, ইয়েল ও মিউনিখ ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেছেন। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং ওয়াল স্ট্রিটে ব্যাংকার হিসেবেও কাজ করেছেন। তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।