ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগকে মেধানির্ভর ছাত্ররাজনীতিতে মনোনিবেশের পরামর্শ ইকবাল সোবহানের

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
ছাত্রলীগকে মেধানির্ভর ছাত্ররাজনীতিতে মনোনিবেশের পরামর্শ ইকবাল সোবহানের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ছাত্রলীগকে মেধানির্ভর ছাত্ররাজনীতিতে মনোনিবেশের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
শুক্রবার সন্ধ্যা সাতটায় নগরীর সার্কিট হাউসে নগর ছাত্রলীগের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ পরামর্শ দেন তিনি।



সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেন, মেধানির্ভর ছাত্ররাজনীতিই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।   তাই ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীদের মেধানির্ভর ছাত্ররাজনীতি মনোনিবেশ করতে হবে এবং বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞান বিজ্ঞান, তথ্য-প্রযুক্তিতে পারদর্শী হতে হবে।


ছাত্রলীগ নেতারা ইকবাল সোবহান চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুমন, মো. সেলিম উদ্দিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ শাখা ছাত্রলীগের আহ্বায়ক শফিউল আজম জিপু, নগর ছাত্রলীগের সদস্য ও বিশ্ববিদ্যালয়সমূহ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। ,

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
                   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।