ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

খেলাঘরের অভিভাবক সমাবেশ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪
খেলাঘরের অভিভাবক সমাবেশ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম: বোয়ালখালী পৌরসদরে দিশারী খেলাঘর আসর আয়োজিত অভিভাবক সমাবেশ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে আসরের অস্থায়ী কার্যালয়ের জামাল আবদুল নাসেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খেলাঘর জাতীয় পরিষদ সদস্য আবুল ফজল বাবুল।



প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুরা বিশ্বের সম্পদ। অফুরন্ত সম্ভাবনা নিয়ে শিশুরা জন্মগ্রহন করে ।
অভিভাবক ও রাষ্ট্রের পাশাপাশি শিশুদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে খেলাঘর।

আসরে আরো বক্তব্য রাখেন উপদেষ্ঠা শ্যামল বিশ্বাস, ডা. মিহির বরন বড়ুয়া, প্রদুল কান্তি দে, মুক্ত প্রাচীর খেলাঘর আসরের আলহাজ্ব এম মছিবুর রহমান বাবুল, শিমুল দে, শ্রীচরন বিশ্বাস, আশীষ চৌধুরী, নার্গিস আকতার, নুর নাহার বেগম, রাজিয়া বেগম।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, জাতীয় স্মৃতি সৌধের স্থপতি মঈনুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউর রহমান হত্যকান্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয় ।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।