ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে শীর্ষ সন্ত্রাসী শফি গ্রেপ্তার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, নভেম্বর ২১, ২০১৪
মিরসরাইয়ে শীর্ষ সন্ত্রাসী শফি গ্রেপ্তার শফি ওরফে কানা শফি

চট্টগ্রাম: মিরসরাই উপজেলার একাধিক হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী শফি ওরফে কানা শফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতে মিরসরাই ও সীতাকুন্ড থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।



সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) সালাউদ্দিন সিকদার বাংলানিউজকে জানান, সীতাকুণ্ড ও মিরাসরাই থানা পুলিশ যৌথভাবে বৃহস্পতিবার রাতভর অভিযান পরিচালনা করে। শুক্রবার ভোররাতের দিকে শফিকে গ্রেপ্তার করা হয়েছে।


অভিযান এখনো অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বাংলানিউজকে বলেন, সহযোগীদের ধরতে পুলিশ এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, মিরসরাই ছাত্রদলের আহবায়ক আদিল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী শফি। গত ৮ অক্টোবর মিরসরাইয়ের সাহেরখালী বাজারে খুন হন আদিল মাহমুদ। পরদিন কানা শফিকে প্রধান আসামি করে মোট ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদিলের পরিবার।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।