ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নোংরা পরিবেশে খাবার বিক্রি, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, নভেম্বর ১৯, ২০১৪
নোংরা পরিবেশে খাবার বিক্রি, ছয় প্রতিষ্ঠানকে জরিমানা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ডিলিং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে নগরীর আগ্রাবাদ এলাকার পাঁচ ফাস্টফুড ও এক রেস্তোরাঁকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।



প্রতিষ্ঠানগুলো হলো, ফুড হেভেন, ফ্যান্টাসি সেন্টার, এএফসি, মিট ফাস্টফুড, মজা ও হাজী বিরিয়ানি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন জানান, ১৯৮২ সালের বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ অধ্যাদেশ ও ১৯৫৯ সালের বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশে এসব প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।


অভিযানে বিএসটিআই এর ফিল্ড অফিসার ফারহানা জাহানসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।