bangla news

সাংগঠনিক ঐক্য উন্নয়নের অন্যতম চাবিকাঠি

444 |
আপডেট: ২০১৪-১০-১৪ ৯:৫৬:০০ এএম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মতানৈক্য থাকতে পারে। একজনের মত অন্যজনের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।

চট্টগ্রাম: সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে মতানৈক্য থাকতে পারে। একজনের মত অন্যজনের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। কিন্তু দলীয় আদর্শের স্বার্থে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে আমাদের সবাইকে একই পতাকা তলে আসতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প বাংলাদেশ বিনির্মাণে সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে আমাদেরকে সম্মিলিত দায়িত্ব পালন করে যেতে হবে।

মঙ্গলবার সকালে ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ উপদেষ্টা আলহাজ্ব জমিয়ত আলীর বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 
সংগঠনের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি ডা. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাধারণ সম্পাদক সাবের আহমদ সওদাগর, যুগ্ম সম্পাদক আবদুল হালিম খান, ইসলাম খান, ১০ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল প্রমুখ।

একইদিনে এছাড়াও ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে অগ্নকিান্ডে ক্ষতগ্রিস্ত মাওলানা ইউনুস খানের বাড়ি এলাকা পরর্দিশন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2014-10-14 09:56:00