ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোববার মিরসরাইয়ে সকাল-সন্ধ্যা হরতাল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪
রোববার মিরসরাইয়ে সকাল-সন্ধ্যা হরতাল

মিরসরাই: মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদকে হত্যার প্রতিবাদে আগামী রোববার মিরসরাইয়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামীকাল শনিবার উপজেলার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভে সমাবেশেরও ডাক দিয়েছে সংগঠনটি।



শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন এ ঘোষণা দেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ‍সদস্য সচিব সালাহউদ্দিন, মিরসরাই ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাহেদুল আবসার প্রমুখ।


এদিকে, আদিল মাহমুদকে খুনের ঘটনায় নিহতের বাবা মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া।

তিনি বলেন, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।   দোষীদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

গত  বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার শাহেরখালি ইউনিয়নের ভোরের বাজার এলাকায় আদিল মাহমুদকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করেন।

** মিরসরাইয়ে সন্ত্রাসী ‍হামলায় ছাত্রদল নেতা নিহত

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।