bangla news

রামুতে দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু

538 |
আপডেট: ২০১৪-১০-১০ ৪:২৩:০০ এএম

রামু(কক্সবাজার): কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের হামলায় আহত বাবুন বড়ুয়া (২৬) মারা গেছেন।

শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি। বাবুন উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া এলাকার সুনিল বড়ুয়ার ছেলে।

নিহতের ভাই ককন বড়ুয়া বাংলানিউজকে জানান, তার ভাই বাবুন বড়ুয়া ইজিলোডের ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার স্থানীয় যুবক রিপন বড়ুয়া বাপ্পি (২৮) বাবুনের দোকানে ইডিলোড করতে যান। এ সময় সামান্য দেরি হওয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিপন ও তার লোকজন বাবুনের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহাম্মদ ভূঁইয়া বাংলানিউজকে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-10-10 04:23:00