bangla news

শেরশাহ এলাকায় গৃহকর্মীর আত্মহত্যা

881 |
আপডেট: ২০১৪-১০-১০ ২:২৫:০০ এএম

নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় নোবেল হাউস নামে একটি বাসায় আত্মহত্যা করেছে ইছামনি নামে ১২ বছরের এক গৃহকর্মী। শুক্রবার সকালে বাবুলের বাসা থেকে গৃহকর্মীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবুলের বাসায় গৃহকর্মীর কাজ করতো এই শিশু।

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানার শেরশাহ এলাকায় নোবেল হাউস নামে একটি বাসায় আত্মহত্যা করেছে ইছামনি নামে ১২ বছরের এক গৃহকর্মী।

শুক্রবার সকালে বাবুলের বাসা থেকে গৃহকর্মীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবুলের বাসায় গৃহকর্মীর কাজ করতো এই শিশু।

ইছামনি শেরশাহ এলাকার ইউসুফ কলোনীর বাসিন্দা সোলেমান মিয়ার কন্যা।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ‍হাসপাতালের নায়েক বাশার বাংলানিউজকে বলেন, বাবুলের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন ইছামনি। বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে।

শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়:১২২০ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৪

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-10-10 02:25:00