ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেন্টমার্টিনে যুবলীগ নেতার মাতলামি, আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
সেন্টমার্টিনে যুবলীগ নেতার মাতলামি, আটক ৪

চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদ এলাকার অভিজাত হোটেল সেন্টমার্টিনের একটি রেস্টুরেন্টে রাতে ব্যাপক ভাংচুর চালিয়েছে যুবলীগ নেতাকর্মীরা।   এসময় পুলিশ চারজনকে আটক করেছে।



বুধবার গভীর রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন শাখাওয়াত হোসেন বাবুল, আলমগীর আলো, মনছুরুল আমিন রিয়াজ ও কামরুল হাসান।
এদের মধ্যে বাবুল কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং আলমগীর আলো নগর যুবলীগের শীর্ষ এক নেতার ঘনিষ্টভাজন কর্মী হিসেবে পরিচিত।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) রেহেনা জানান, আটক চারজনকে চট্টগ্রাম মেট্টপলিটন পুলিশ অধ্যাদেশের ৭৯ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এস আই রেহেনা বলেন, মদ খেয়ে মাতলামি করার সময় তাদের আটক করা হয়েছে।
তবে, হোটেলে ভাংচুরের ব্যাপারে কোন অভিযোগ তাদের জানা নেই বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

একই অভিযোগের ব্যাপারে ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভি করেননি।   ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসানুজ্জামান মোল্লা বলেন, ‘এ ধরণের কোন ঘটনা আমার নলেজে নেই’।

হোটেল সেন্টমার্টিনের ব্যবস্থাপক (এইচআর) মো. ইউসুফ বাংলানিউজকে জানান, রাতে বার থেকে বের হয়ে হোটেলের লবিতে তাদের নিজেদের মধ্যে ঝগড়া হয়। পরে, তারা হোটেলের দ্বিতীয় তলার একটি রেস্টুরেন্টে অবস্থান নিয়ে সেখানে নিজেদের মধ্যে গ্লাস ও প্লেট ছোঁড়াছুঁড়ি শুরু করে।

তিনি বলেন, ‘ওই রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়ার সময় তারা সেখানে প্রবেশ করে। নিজেদের ঝগড়ায় রেস্টুরেন্টটি ব্যাপক ভাংচুরের শিকার হয়। ’

ভাংচুরের পর রেস্টুরেন্টটি সিলগালা করা হয়েছে বলে জানান হোটেলের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।