ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাহাজ থেকে তেল চুরির ঘটনায় গ্রেফতার ৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
জাহাজ থেকে তেল চুরির ঘটনায় গ্রেফতার ৬ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: তেল চুরির অভিযোগে নৌ-বাহিনীর দায়ের করা একটি মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন-আবুল কালাম, মো.নুরুল আনোয়ার, মো. শিবলু, মো.শাখাওয়াত উল্লাহ, মো.আবুল কালাম ও মোহাম্মদ মোস্তফা।

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিদেশি জাহাজ থেকে তেল চুরির অভিযোগে বৃহস্পতিবার ওটি নিউ শাহ আমানত নামে একটি অয়েল ট্যাংকার আটক করে নৌ-বাহিনীর চোরা চালান প্রতিরোধ সেলের সদস্যরা।


এরপর রাতে ছয়জনকে আসামী নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন নৌ-বাহিনীর চোরাচালান প্রতিরোধ সেলের পিটি ‍অফিসার এমএম আলম।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহাবুদ্দিন বাংলানিউজকে বলেন, মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে তিনজন এবং শুক্রবার সকালে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই মামলার এজাহারভুক্ত আসামী।

ওসি জানান, ওটি নিউ শাহ আমানত নামে অয়েল ট্যাংকারে করে ২৬ লাখ টাকা মূল্যের ৪০ হাজার লিটার ডিজেল চুরির চেষ্টাকালে কর্ণফুলী ২৮ নম্বর ঘাট থেকে জাহাজটি আটক করা হয় বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।