ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তেল চুরির অভিযোগে চট্টগ্রাম বন্দরে অয়েল ট্যাংকার আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
তেল চুরির অভিযোগে চট্টগ্রাম বন্দরে অয়েল ট্যাংকার আটক

চট্টগ্রাম: বিদেশি জাহাজ থেকে তেল চুরির অভিযোগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে ওটি নিউ শাহ আমানত নামে একটি অয়েল ট্যাংকার আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী।

বৃহস্পতিবার সকালে রফিক সওদাগরের মালিকানাধীন অয়েল ট্যাংকারটি নৌ-বাহিনীর পিটি অফিসার মো.আলম আটক করেন।



নৌ-বাহিনীর কমান্ডার জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, গত ৩০ সেপ্টেম্বর মেঘনা থেকে ৫০ হাজার লিটার তেল সংগ্রহ করে ওটি নিউ শাহ আমানত। কিন্তু বৃহস্পতিবার জাহাজটিতে তেল পাওয়া যায় ৬০ হাজার লিটার।


তিনি বলেন, তাই আমরা জাহাজটি আটক করেছি। ১০ হাজার লিটার তেল কিভাবে বাড়লো সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়:১৩৫০ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।