ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রলীগের দু‌‌'পক্ষে গোলাগুলি: ৪ শিক্ষার্থী আটক

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
ছাত্রলীগের দু‌‌'পক্ষে গোলাগুলি:  ৪ শিক্ষার্থী আটক ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  ছাত্রলীগের দু’’পক্ষের মধ্যে শনিবার গভীর রাতে গুলি বিনিময়ের ঘটনায় চার শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।



আটক চারজন হলেন- দর্শন ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাসেল মজুমদার, ইনস্টিটিউট অব এডুকেশন, রিচার্স অ্যান্ড ট্রেনিং ২য় বর্ষের শিক্ষার্থী প্রদীপ কুমার সিংহ, ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগ ২য় বর্ষের শিক্ষার্থী মো. রুবেল ও রাসেল আহমেদ।

হাটহাজারী থানা পুলিশের পরিদর্শক(তদন্ত) সালাউদ্দিন বাংলানিউজকে বলেন,‘বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির ঘটনায় সন্দেহজনকভাবে চারজনকে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার রাত দেড়টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ছাত্রলীগের দুটি উপ গ্রুপ ভিএক্স ও সিএফসি’র মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিএক্সের তিন কর্মী গুলিবিদ্ধ ও আরো কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান রবিন।

বাংলাদেশ সময়: ২১০৮ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad