ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
ফটিকছড়িতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম: ফটিকছড়ি উপেজলার নাজিরহাট পৌর এলাকায় নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে জাবের আলী (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।



ফটিকছড়ি থানার ওসি মো.মফিজ উদ্দিন বাংলানিউজকে জানান, নাজিরহাট পৌর এলাকার পূর্ব ফরহাদাবাদে নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করছিলেন জাবের আলী ও সিরাজ মিয়া নামে তার এক সহযোগী। কাজ করতে গিয়ে অসতর্কতাবশত জাবের আলী নিচে পড়ে যান।


গুরুতর আহত অবস্থায় তাকে নাজিরহাট উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নিহত জাবের আলী চাপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তপুর থানার খয়রাবাদ গ্রামের মোহাম্মদ তছলিমের পুত্র।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।