চট্টগ্রাম: ঈদুল আযহা ও দুর্গাপূজা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে শনিবার চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে।
শুক্রবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
শনিবার ২ অক্টোবরের ৮টি আন্ত:নগর ট্রেনের অগ্রিম টিকিটি বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে থানার ওসি মো.ইয়াছিন ফারুক বাংলানিউজকে বলেন, যাত্রীর ভিড় কিছুটা বেশি। তবে শান্তিপূর্ণভাবে টিকিট বিক্রি হচ্ছে। কোন ধরনের ঝামেলা নেই। যাত্রীদের মধ্যেও কোন অভিযোগ নেই।
শনিবার ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস (৫২৯টিকিট), মহানগর প্রভাতী (৫৯১টিকিট), মহানগর গোধুলী (৫৭৩টিকিট), তূর্ণা (৫২৩টিকিট) ও চট্টলা এক্সপ্রেস (৩০৪টিকিট)। সিলেটগামী উদয়ন এক্সপ্রেস (৩৭৫টিকিট), পাহাড়িকা (৪০১টিকিট) এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস (৪৩৯টিকিট) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।
২৮ সেপ্টেম্বর ৩ অক্টোবরের, ২৯ সেপ্টেম্বর ৪ অক্টোবরের এবং ৩০ সেপ্টেম্বর ৫ অক্টোবরের অগ্রিম টিকিট বিক্রি হবে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকিট পেতে শুক্রবার রাত ১২টার পর থেকে অনেকে স্টেশনে এসে লাইনে দাঁড়িয়েছেন। সকাল ৯টায় টিকিট বিক্রি শুরুর পরও অনেকে এসে লাইনে দাঁড়িয়েছেন। তবে টিকিট বিক্রির গতি খুবই ধীর বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী।
চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, একটু সময় লাগলেও কাউন্টারে যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ বিক্রি হবে। টিকিট পাওয়া নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪