ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে ওয়াইডাব্লিউর রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
হালিশহরে ওয়াইডাব্লিউর রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর হালিশহরের নয়াবাজার এলাকায় ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়’ কর্মসূচি পালন করেছে মেডিকেল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর ওয়েলফেয়ার (ওয়াইডাব্লিও)।

শুক্রবার স্থানীয় রামপুর একতা সংঘের সঙ্গে যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দিনব্যাপী কর্মসূচিতে এলাকার ২৬২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে তাদেরকে রক্তদানে উৎসাহিত করা হয়েছে।

কর্মসূচিতে ওয়াইডাব্লিও’র পক্ষে প্রতিষ্ঠাতা সদস্য আদনান মাহমুদ, হামিদ হোছাইন আজাদ, সংগঠক লাববি, সদস্য আলী হায়দার ও আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।


এর আগে, গত ৬ সেপ্টেম্বর ওয়াইডাব্লিওর উদ্যোগে নগরীর বিএস পাবালিক কলেজ, চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত চন্দনাইশ ছাত্র সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং ১৯ সেপ্টেম্বর মিরসরাই উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।