ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভারতে বিনিয়োগ সম্ভাবনার কথা জানলেন উদ্যোক্তারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪
ভারতে বিনিয়োগ সম্ভাবনার কথা জানলেন উদ্যোক্তারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ভারতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা দেখলেন চট্টগ্রামের তারকা শিল্পপতি ও ব্যবসায়ীরা।   

ভারতের সহকারী হাই কমিশনের আমন্ত্রণে বৃহস্পতিবার নগরীর হোটেল পেনিসুলায় জড়ো হন চট্টগ্রামের বেশ কয়েকজন ব্যবসায়ী-শিল্পপতি।



ক্ষমতার ১০০ দিন পূর্তিতে বৃহস্পতিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বিজ্ঞান ভবনে ‘মেক ইন ইন্ডিয়া’ নামে একটি ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্নস্থ‍‍ানে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে দেখানো হয়।


ওই অনুষ্ঠান দেখাতেই চট্টগ্রামের বেসরকারী উদ্যোক্তাদের জড়ো করেন ভারতীয় সহকারী হাই কমিশন। এসময় ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার উপস্থিত ব্যবসায়ী, শিল্পপতি ও তরুণ উদ্যোক্তাদের স্বাগত জানান।

অনুষ্ঠানে ভারতের বিভিন্ন রাজ্যে বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিয়াল করিডোর প্রকল্প সম্পর্কে উদ্যোক্তাদের অবহিত করা হয়। এতে বলা হয়, দিল্লি মুম্বাই করিডোর প্রকল্পের আওতায় ৮টি বিশেষায়িত শিল্প এলাকা গড়ে তোলা হচ্ছে। এগুলো হচ্ছে, উত্তর প্রদেশে দাদ্রি-নয়দা-ঘাজিয়াবাদ বিনিয়োগ অঞ্চল, হরিয়ানায় মেনেসার-বাওল বিনিয়োগ অঞ্চল, রাজস্থানে খুশখেরা-ভাইওয়াদি-নিমরানা বিনিয়োগ অঞ্চল, মধ্য প্রদেশে পিথমপুর-ধার-মৌ বিনিয়োগ অঞ্চল, গুজরাটে আহমেদাবাদ-ধলেরা বিনিয়োগ অঞ্চল, মহারাষ্ট্রের সেন্দ্র বিদকিন বিনিয়োগ অঞ্চল ও দিঘি পোর্ট বিনিয়োগ অঞ্চল এবং রাজস্থানে যোধপুর পালি মারওয়ার বিনিয়োগ অঞ্চল।

এছাড়া চেন্নাই-ব্যাঙ্গালুরু ইন্ডাস্ট্রিয়াল করিডর, ইস্ট কোস্ট ইকোনমিক করিডর, অমৃতসর কোলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডর, নর্থ ইস্ট মিয়ানমার ইন্ডাস্ট্রিয়াল করিডর, ব্যাঙ্গালুরু-মুম্বাই ইকোনমিক করিডরসহ আরও বেশ কয়েকটি প্রকল্প সম্পর্কে অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তাদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ী-শিল্পপতিরা মোদি সরকারের বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিজিএমইএ’র পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, পিএইচপি গ্রুপের পরিচালক আলী হোসেন, বিএসআরএম’র চেয়ারম্যান আলী হুসেন আকবর আলী, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সিও দেবাশীষ নন্দী, কেডিএস গ্রুপের নীতিন অরোরা, চট্টগ্রাম চেম্বারের সহ সভাপতি সৈয়দ জামাল আহমেদ ও পরিচালক মাহফুজুল হক শাহ, তরুণ উদ্যোক্তা শিহাব মালেক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।