ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১০০০ ইয়াবাসহ রিক্সাচালক গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
চট্টগ্রামে ১০০০ ইয়াবাসহ রিক্সাচালক গ্রেপ্তার আবুল কালাম আজাদ

চট্টগ্রাম: কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে নোয়াখালী যাবার পথে চট্টগ্রাম নগরীতে গ্রেপ্তার হয়েছে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক রিক্সাচালক। তার কাছে এক হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।



বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে বাকলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

বাকলিয়া থানার ওসি মো.মহসিন বাংলানিউজকে জানান, আবুল কালাম আজাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায়।
নোয়াখালীর মাইজদী এলাকায় সে রিক্সা চালায়।

শাহানা নামে নোয়াখালীর এক মাদক সম্রাজ্ঞী তাকে দুই হাজার টাকা দিয়ে ইয়াবা কিনতে টেকনাফ পাঠায়। ইয়াবাগুলো নিয়ে তার নোয়াখালীতে ফেরত যাবার কথা ছিল।

আবুল কালাম আজাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।