ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে অবৈধ মালয়েশিয়াগামী ১২জন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
চট্টগ্রামে অবৈধ মালয়েশিয়াগামী ১২জন উদ্ধার ছবি: (ফাইল ফটো)

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর এলাকা থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ১২জনকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে তাদের উদ্ধার করা হয়।

এসময় সোনা মিয়া(২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

উদ্ধারকৃতদের মধ্যে  সিরাজগঞ্জ, যশোর, ঝিনাইদহ, বগুড়া জেলা ও চট্টগ্রামের সাতকানিয়ার উপজেলার লোকজন রয়েছে।


সীতাকুণ্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. কবির হোসেন বাংলানিউজকে জানান, রাতে স্থানীয় লোকজন একটি বাড়িতে লোক জড়ো হওয়ার সংবাদ দেন। পরে গভীর রাতে অভিযান চালিয়ে উত্তর সলিমপুর নতুন দাইয়া বাড়ির একটি ভাড়া বাসা থেকে ১২জনকে উদ্ধার করা হয়। মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে দালাল চক্রের সদস্যরা দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের নিয়ে এসে ঝড়ো করে। সেখান থেকে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর কথা ছিল।

তবে দালাল চক্রের ‍কাউকে পাওয়া যায়নি। বাড়ির কেয়ার টেকারকে পাওয়া গেছে। সে দু’বছর ধরে ওই বাড়িতে কেয়ার টেকারের কাজ করতো। দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা লোকজনদের দেখাশুনা করতো। তাকে আটক করা হয়েছে। দালাল চক্রের লোকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad