ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৯ জন উদ্ধার

স্পেশাল করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৯ জন উদ্ধার ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: মহানগরীর শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার সময় নয় জনকে উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শনিবার রাত পৌনে ১০টার দিকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। আর তাদের সবার বাড়ি মাগুড়া জেলায়।


এ ব্যাপারে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি মো. মহসিন বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া ওই নয় জনের সবার বাড়ি মাগুড়া জেলায়। তাদের শাহ আমানত সেতু সংলগ্ন বাস্তুহারা কলনি এলাকায় জড় করা হয়। রাতে তাদের নৌকায় তুলে মালয়েশি পাঠাবার কথা ছিল।

তিনি বলেন, আমরা এ গোপন সংবাদের ভিত্তিতে তাদের উদ্ধার করি।

তবে কোন পাচার চক্র তাদের অবৈধভাবে মালয়েশিয়া পাঠাচ্ছিল সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি। বর্তমানে উদ্ধার হওয়া ওই নয় জনকে বাকলিয়া থানায় রাখা হয়েছে।


বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।