ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার জন্য কাজ করছি, আগামীতেও করব: বিএসসি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
শিক্ষার জন্য কাজ করছি, আগামীতেও করব: বিএসসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সাবেক সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি বলেছেন, আলোকিত জাতি গঠনে শিার কোন বিকল্প নেই। মানুষের মৌলিক চাহিদা গুলোর মধ্যে শিক্ষা অন্যতম।

নগরবাসীর ছেলেমেয়েদের শিক্ষার সম্প্রসারণে ও উন্নত জীবন গঠনের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করে যাব।

তিনি বলেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও সরকারীভাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত করে আসন সংকট নিরসন এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে এনেছি।
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বস্তরে শিক্ষার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

শনিবার নগরীর হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন ও শিক্ষক শিক্ষিকাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নূরুল ইসলাম বিএসসি।

কলেজের অধ্যক্ষ দবীর উদ্দিন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এস এম আইয়ুব, শাঈদা ইউনুস, মার্জিনা কাউসার, শহীদুল আলম, কুতুব উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।