ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে পেট্রোল বোমা উদ্ধার, আটক আরো ৩ জন

চবি করেপসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
চবিতে পেট্রোল বোমা উদ্ধার, আটক আরো ৩ জন ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পাশে ‘দ্বীপ মঞ্জিল’ নামে একটি ভবনে অভিযান চালিয়ে একটি পেট্রোল বোমা, বিশটি লাঠি ও লোহার রড, চার বস্তা পাথর এবং সাতটি জিহাদি ভিডিও ক্যাসেট উদ্ধার করেছে পুলিশ।

শনিবার  সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাটহাজারী থানা পুলিশ এ অভিযান চালায়।

এসময় ভবনটির বিভিন্ন কক্ষে শিবিরের বেশকিছু সাংগঠনিক বইও পাওয়া গেছে।

হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল বাংলানিউজকে জানান, দ্বীপ মঞ্জিল নামে ভবনটিতে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের  নেতারা থাকতেন।
এখান থেকেই শিক্ষক বাসে হামলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। অভিযানের সময় কেউ সেখানে ছিল না। কক্ষের তালা ভেঙ্গে অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে শনিবার দুপুরে শিক্ষক বাসে হামলায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা থেকে আরো তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত বুধবার হাটহাজারী উপজেলার ছড়ারকুল এলাকায় শিক্ষক বাসে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষকসহ ১৬জন আহত হয়। এ ঘটনায় শিবিরকে দায়ী করেছেন হামলায় আহত শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad