ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ওষুধ কারখানায় অভিযান, আটক ১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
চট্টগ্রামে ওষুধ কারখানায় অভিযান, আটক ১ ছবি : উজ্জ্বল ধর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর মুরাদপুরে এক নম্বর রেলগেইট এলাকায় একটি আয়ূর্বেদিক ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।

এসময় ওই কারখানা থেকে নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর উপায়ে রাখা ওষুধ তৈরির বিভিন্ন রাসায়ানিক সরঞ্জাম এবং তৈরি ওষুধ উদ্ধার করে পুলিশ।

এছাড়া কারখানার মালিক ফয়জুল হাসানকে পুলিশ আটক করেছে।

শনিবার বিকেল ৪টার দিকে দেশ ল্যাবরেটরি আয়ূর্বেদিক কারখানায় অভিযান শুরু করে নগর গোয়েন্দা পুলিশ।
বিকেল ৫টা পর্যন্ত একটানা ওই কারখানায় অভিযান চালানো হয়।
duplicate_medicine_01
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান অভিযানকারী দলের সঙ্গে ছিলেন।

নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (উত্তর) মো.মাইনুদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

নগর গোয়েন্দা পুলিশের এস আই সন্তোষ কুমার চাকমা বাংলানিউজকে বলেন, ওষুধ কারখানাটির কোন উৎপাদন লাইসেন্স নেই। কোন ধরনের বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। এজন্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কারখানাটিতে অভিযান চালানো হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের এস আই রাজেশ বাংলানিউজকে বলেন, কারখানার মালিককে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। আদালত পরে সিদ্ধান্ত দেবেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।