ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে রেললাইনের পাশ থেকে শতাধিক দোকান উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
চট্টগ্রামে রেললাইনের পাশ থেকে শতাধিক দোকান উচ্ছেদ ছবি : উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর ২নম্বর গেইট এলাকায় রেল লাইনের দু’পাশ থেকে কাঁচা বাজার উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার দুপুরে তিনঘণ্টা ধরে চালানো এ অভিযানে শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।



ষোলশহর কর্ণফুলী মার্কেট। সিটি কর্পোরেশন অনুমোদিত এ মার্কেটটির পাশে রেললাইনের দু’ধারে অবৈধভাবে গড়ে উঠে কাঁচা বাজার।
কেনাবেচার জন্য বস্তির বাসিন্দা ও স্থানীয় লোকজনের সবসময় ভিড় লেগে থাকে এখানে। প্রতিদিন সকাল বিকাল রেললাইনের উপরও বসে কাঁচা বাজার। ট্রেনের হুইসেলের আওয়াজে রেললাইন থেকে সরে যায় লোকজন। ট্রেন চলে যাওয়ার পর আবারো শুরু হয় বিকিকিনি। বাজারটি থেকে স্থানীয় সন্ত্রাসীরা নিয়মিত মাসোহারা নেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। রেললাইনের ধারে জীবন-মৃত্যু নিয়ে এ খেলা দীর্ঘদিন চলে আসলেও বাজারটি উচ্ছেদ করেনি রেল কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজার রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় চারজনের মর্মান্তিক মৃত্যুর পর টনক নড়ে রেল কর্তৃপক্ষের। রেললাইনের দু’ধার থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। নির্দেশনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে বাজারটি উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, ‘২নং গেইট এলাকায় রেললাইনের দু’ধারে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান প্রায় একশটি দোকান উচ্ছেদ করা হয়েছে। কোনভাবেই রেললাইনের পাশে অবৈধ স্থাপনা ও বাজার বসতে দেওয়া হবে না। উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। ’ 

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad