ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম-ব্যাংকক রুটে সপ্তাহে তিন দিন চলবে রিজেন্ট এয়ারওয়েজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
চট্টগ্রাম-ব্যাংকক রুটে সপ্তাহে তিন দিন চলবে রিজেন্ট এয়ারওয়েজ

চট্টগ্রাম: যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই রুটে সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট সরাসরি চলাচল করবে।

এতদিন রোববার ও বৃহস্পতিবার ফ্লাইট চলাচল করতো।

বিষয়টি রিজেন্ট এয়াওয়েজের ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন।


বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ী ও ভ্রমণপিয়াসীদের সুবিধার্থে গত ২৭ এপ্রিল চট্টগ্রাম-ব্যাংকক-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

এদিকে সবচেয়ে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আগামী সোমবার থেকে বোয়িং ৭৩৭-৭০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করছে রিজেন্ট এয়ারওয়েজ। এই রুটে প্রতিদিন দু’টি বোয়িং ৭৩৭ ফ্লাইট চালানো হবে। পরবর্তী প্রজন্মের আধুনিক এই উড়োজাহাজে ভ্রমণ অনটাইম এবং আরামদায়ক হবে জানিয়েছেন রিয়াজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।