ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি শিক্ষকদের এক ঘণ্টার কর্মবিরতি

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
চবি শিক্ষকদের এক ঘণ্টার কর্মবিরতি

চট্টগ্রাম: শিক্ষক বাসে হামলার প্রতিবাদে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।


 
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেণু কুমার দে বাংলানিউজকে বলেন,‘আজ এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।
এরমধ্যে শিক্ষক বাসে হামলাকারীদের বিরুদ্ধে আমাদের দাবি অনুযায়ী প্রশাসন কোন ব্যবস্থা না নিলে ১৭ সেপ্টেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ’

প্রসঙ্গত গত বুধবার হাটহাজারী উপজেলার ছড়ারকুল এলাকায় শিক্ষক বাসে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষকসহ ১৬জন আহত হয়। এঘটনায় শিবিরকে দায়ী করেছে হামলায় আহত শিক্ষকরা।

বৃহস্পতিবার শিক্ষক বাসে হামলার প্রতিবাদে সমাবেশ থেকে চারদিনের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।