ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফেইম’র ছন্দে, নাট্যে শারদ আবাহন...

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
ফেইম’র ছন্দে, নাট্যে শারদ আবাহন... ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম এর "ছন্দে, নাট্যে শারদ আবাহন..." এর প্রথম দিন পরিবেশিত হয় তিলোত্তমা সেনগুপ্তা'র একক কত্থক নৃত্য। শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে পরিবেশিত হয়।



সন্ধ্যে সাতটা। মৃদু আলো হতে আলোকিত হয়ে ওঠে মঞ্চ।
নটরাজের বিশাল মুর্তি। অপরদিকে ১০৮ টি প্রদীপ। মঞ্চে উঠে আসেন শিল্পী তিলোত্তমা সেনগুপ্তা। একে একে পরিবেশন করেন গুরু বন্দনা, কৃষ্ণ বন্দনা, উকট, দাঁদরা, ঠুমরি, ঠাঁট, আমোট, লারি, ভজন, দোল, অষ্ট নায়িকা ভেদ, মাখনছড়ি, যুগলবন্দি, তারানা ইত্যাদি।

উল্লেখ্য উপমহাদেশের প্রখ্যাত কত্থক নৃত্য গুরু বিরজু মহারাজ- এর তালিম প্রাপ্ত তিলোত্তমা সেনগুপ্তা বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতের মঞ্চে পরিবেশন করেছেন কত্থক নৃত্যের নানা দিক।

আবহ সংগীতে ছিলেন নাগমায় শর্মিলা চক্রবর্তী ও প্রকাশ রায়, তবলায় রনি চৌধুরী, আবৃত্তিতে অঞ্চল চৌধুরী ও নিশিগন্ধা দাশগুপ্তা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।