ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এলিট পেইন্টের ২ কর্মকর্তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
এলিট পেইন্টের ২ কর্মকর্তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

চট্টগ্রাম: খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের হয়েছে।

অভিযুক্ত দু’কর্মকর্তা হলেন, জিএম (এইচ আর এন্ড এডমিন) মো.আব্দুল আউয়াল (৪৮) এবং ডিজিএম (পারসোনাল) এ কে আজাদ (৪৫)।



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৭ (১) ধারায় শুক্রবার রাতে মামলাটি দায়ের করেছেন এলিট পেইন্টের সাবেক কর্মকর্তা সজিবুল ইসলাম। মামলা নম্বর ১৪।


বায়েজিদ বোস্তামি থানার ওসি বাবুল চন্দ্র বণিক বাংলানিউজকে বলেন, সাইবার আইনে এলিট পেইন্টের দুই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি আমর‍া তদন্ত করে দেখছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ মে এলিট পেইন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ থেকে সজিবুল ইসলাম পদত্যাগ করেন এবং চার্জ হ্যান্ডওভার করেন। ১৫ জুন অফিস তাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়।

কিন্তু এরপর গত ২১ আগস্ট এলিট পেইন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘সজিবুল ইসল‍ামের সন্ধান চাই’ শীর্ষক একটি ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিষয়টি মানহানিকর ও তথ্যপ্রযুক্তি আইনের অপব্যবহার ‌উল্লেখ করে সজিবুল ইসলাম আদালতে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।