ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী থানার ওসি তদন্তের বদলি

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
হাটহাজারী থানার ওসি তদন্তের বদলি

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার ওসি(তদন্ত) আবুল কাশেম ভূইঞাকে চন্দনাইশ থানায় বদলি করা হয়েছে। বদলির বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



তিনি বলেন, আবুল কাশেম ভূইঞাকে চন্দনাইশ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে এবং মিরসরাই থানার ওসি(তদন্ত) মো.সালাউদ্দিনকে  হাটহাজারী থানায় স্থানান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দাবিতে তাকে বদরি করা হয়েছে কিনা এমন প্রশ্নে হাফিজ আক্তার বলেন, বদলির নিয়মিত অংশ হিসেবে তাকে বদলি করা হয়েছে।
কোন শাস্তি স্বরুপ বা কারো দাবিতে নয়।

এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষক বাসে হামলার ঘটনায় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত সমাবেশে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আলী আজগর চৌধুরী পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণে ২৪ ঘণ্টার ভিতর ওসির বদলি দাবি করেছিলেন।  

 বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।