ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উচ্চারক আবৃত্তি কুঞ্জের শারদানুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪
উচ্চারক আবৃত্তি কুঞ্জের শারদানুষ্ঠান সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম : আবৃত্তি, গান ও কথামালার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছ উচ্চারক আবৃত্তি কুঞ্জের শারদানুষ্ঠান ‘শরতের শুভ্র-সুন্দর অনুভূতিগুলো’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে বক্তারা বলেন,প্রকৃতি যেমন রূপ-লাবণ্যে ভরা তেমনি নানা আঙ্গিক ও রসে ভরা আমাদের গান ও কবিতা। ষড়ঋতুর বৈচিত্রময় পরিবর্তনে আমাদের গীতিকার, সুরকার, কবি ও সাহিত্যিকরা ভিন্ন মেজাজে রচনা করেছেন অসংখ্য গান ও কবিতা।
 

শরতের অপরূপ সৌন্দয্যের বর্ণণাময় কবিতা ও গানের সংখ্যাও একেবারে কম নয়। শরতের কবিতা ও গান নিয়ে উচ্চারকের এ আয়োজন সংস্কৃতি চর্চায় নতুন সংযোজন।

উচ্চারক আবৃত্তি কুঞ্জের সভাপতি ফারুক তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি রণজিত রক্ষিত, ইভোক ডেভেলপমেন্ট লিমিটেড’র পরিচালক ফিরোজ মাহমুদ জামশেদ।

শামীমা ইয়াসমিন মুন্নী ও সায়মন সফিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উচ্চারকের সাধারণ সম্পাদক এ এস এম এরফান। সঙ্গীত পরিবেশন করেন মো.মোস্তফা কামাল,শ্রেয়সী রায় ও কান্তা দে।

অনুষ্ঠানে বিভিন্ন আবৃত্তি সংগঠনের সদস্যরা আবৃত্তি পরিবেশন করেন।

বাংলাদেশ সময়:১১০০ঘন্টা,আগস্ট ২৯,২০১৪।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।