ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফারুকী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মহাসমাবেশ ২ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
ফারুকী হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মহাসমাবেশ ২ সেপ্টেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ২ সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রামে মহাসমাবেশসহ পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
 
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব আল্লামা মাসউদ হোসাইন কাল কাদেরী।


 
কর্মসূচির মধ্যে রয়েছে, ২৯ আগস্ট শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে ফারুকীর জানাজা নামাজ। দুপুরে ঢাকা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এতে জাতীয় মসজিদ খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন ইমামতি করবেন।
 
বিকেলে নুরুল ইসলাম ফারুকী গ্রামের বাড়ি পঞ্চগড়ে তৃতীয় জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে।
 
৩০ শনিবার আগস্ট সকল জেলা ও উপজেলায় খানকা শরীফ এবং পারকেবলায় বিশেষ মিলাদ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
 
৩১ আগস্ট রোববার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
 
১ সেপ্টেম্বর সোমবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সারাদেশে সকল খানকা শরীফে কুলখানি অনুষ্ঠিত হবে।
press_club__1 
২ সেপ্টেম্বর মঙ্গলবার মরহুমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার এবং সকল খানকায় নিরাপত্তা দাবিতে চট্টগ্রামে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
 
এতে হাজার হাজার ছুন্নী জমায়েত অংশ নেবেন। সেখানে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এরইমধ্যে যদি সরকার খুনীদের গ্রেফতার না করা হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
 
মহাসমাবেশের আগেই চিহিৃত খুনীদের গ্রেফতার, বিচার ও হত্যার রহস্য উৎঘাটন করার জন্য সরকারের প্রতি আহবান জানান মাসউদ।
 
এর আগে দুপুর সোয়া দুইটায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ব্যানারে বেশ কয়েকটি ইসলামী সংগঠন ও খানকায়ে পীর, পীরের অনুসারীরা ব্যানার নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ করে।
 
বিকেল চারটা ২৫ মিনিটে কর্মসূচি ঘোষণার পর বিক্ষোভ করতে করতে শত শত ছুন্নী জমায়েত অনুসারী পল্টন হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে মোনাজাতের মাধ্যমে আজকের কর্মসূচি শেষ করে।


** প্রতিবাদে আহলে সুন্নাতের সাত দিনের কর্মসূচি, হরতাল নেই

 
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।